নকশালবাড়ি, ৭ এপ্রিলঃ দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তের সমর্থনত চা বাগানত প্রচার করিলেন কেন্দ্রীয় কৃষি আর আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা।এদিনা নকশালবাড়ির মাঞ্ঝা, মারাপুর আর বেলগাছি চা বাগানত চা শ্রমিকদের সাথত কাথা কন আর ভোট প্রচার করেন মন্ত্রী। চা কামলালার নানান নাখান সুবিধা অসুবিধার কাথা শুনিবার বগলাগলি এদিনা বেলগাছি এলাকাত় একটা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করিল মন্ত্রী।
মন্ত্রী অর্জুন মুন্ডা জানাইল এঠেকার সমইস্যা সংসদত তুলিয়া ধরিছেন রাজু বিস্ত।চা কামলার সমইস্যা রাইজ্য সরকারটাক দেখা উচিত। চা কামলার তানে কেন্দ্রীয় সরকার নজর দিসে আর আইসা দিনলাতও দিবে। এঠেকার মানষিলা আরো বিজেপিক জিতাবে।কেন্দ্রীয় সরকার নানান নাখান উন্নতি করিছে তার বাদে মানষিলা ফের বিজেপিক জিতাবে।