বিসতিবার মনোনয়ন পত্র জমা করিলেক দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা।

নিজ খবরিয়া,দার্জিলিং,২৮ মার্চ: বিসতিবার মনোনয়ন পত্র জমা করিলেক দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। এদিনা সাকালে পাহাড় সমতলের সদস্যলাক নিয়া দার্জিলিংয়ের মহাকাল মন্দিরত পূজা দিবার পর একটা বিশাল শোভাযাত্রা করিয়া ডি এম অফিসের সামনত আগেয়া যায়।

এই শোভা যাএাত উপস্থিত আছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সথতে সমতলের ভেল্লা নেতৃত্ব । ইমরা ছাড়াও উপস্থিত আছিলেন জিটিত্র চিফ অনিত থাপা আর পাহাড় সমতলের হাজার হাজার মানষি।

এইটা বিষয়ত শিলিগুড়ির মিউনিসিপাল কর্পোরেশনের মেয়ের গৌতম দেব কন, জয় হামারলার নিশ্চিত, তোমরা দেখা পাছেন মানষিলা হামাক কেমুন ভালবাসা দেসে ।এইঠে বুঝা যাসে হামার দার্জিলিং থাকিয়া মুছিয়া যাবে বিজেপি।

গোপাল লামা জানাইসে আজি মনোনয়ন জমা করিয়া খিবে ভাল নাগিল । পাহাড় সমতল দুইখান জাগাতে প্রচার করিসি, মানষিলা দুই হাত ভরিয়া ভালো বাসা দিসে ।

Spread the love