নিজ খবরিয়া — উত্তর দিনাজপুর : বেটিছুয়া ভোট টানিবার ভরসা লক্ষ্মীর ভান্ডার! বাড়ি বাড়ি যাসে তৃণমূল মায়া সদস্যরা। চৈত্রের দাবদহত পারদ যত বাড়েছে সাথত লোকসভা নির্বাচনের সময় কাছে আসেছে তার বাদে নির্বাচনী ভোট প্রচারত পারদত উর্ধ্বমুখী দেখা গেইল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের নাখান গ্রামত গ্রামত ।
গরমটাক উপেক্ষা করিয়া ভোট প্রচারত দেখা গেইল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভা পতি তথা তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সম্পাদিকা দীপা সরকারের নেতৃত্বে একদল মায়া তৃণমূল সদস্যলাক নিয়া বাড়ি বাড়ি যায়া ভোট প্রচার করিল। রাজ্যত বেটিছুয়ালা ৫০০-১০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে প্রতিমাসে পাসে ।লোকসভা নির্বাচনের আগত লক্ষ্মীর ভাণ্ডার’-এ বরাদ্দ বৃদ্ধির কাথা ঘোষণা করা হইছে বাজেটত। যেইটা চলা মাস থাকি বেটিছুলাক ১০০০-১২০০ টাকা প্রতিমাসে ভাতা হিসাবে পাসে। এইবার নির্বাচনী প্রচারত লক্ষীর ভান্ডারের টাকা বাড়েবারটাক হাতিয়ার করিয়া হাতত মাটির লক্ষীর ভাণ্ডার আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রায়গঞ্জে লোকসভা আসনত তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ছবি নিয়া বাড়ি বাড়ি যায়া প্রচার করিলেন তৃণমূলের মায়া কর্মী সমর্থকলা। মেলা মায়া মানষিক দেখা যায় এই গ্রাম থাকি ওইনো গ্রামে মিছিল করিবার ।
মিছিলের সম্মুখভাগত দেখা গেইল লক্ষ্মীর ভাণ্ডার হাতে লক্ষ্মীর সাজিয়া বেরাছেন এলাকার বেটিছুয়ালা ।গটে বেটিছুয়ালাক দেখা গেইল লক্ষ্মীর ভাণ্ডারের মাটির ঘট হাতত নিয়া আবীর খেলায় মিষ্টিমুখ করিবার এলাকার মানষিলাক। নির্বাচনী প্রচারত নাখান সময় মেলা রাজনৈতিক দলের প্রচারের মাধ্যম হিসাবে ভিন্ন রূপ দেখা গেইল। হাতত মাটির লক্ষ্মীর ভাণ্ডার নিয়া দুয়ারে দুয়ারে প্রচারত কতখান সাড়া পড়ি়বে ওইটা সময় কয়া দিবে।
এইটা বিষয়ত জেলা মহিলা সম্পাদিকা দীপা সরকার জানাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেটিছুয়ালার তানে এতো সুন্দর একটা প্রকল্প দিসে যেইটা হামার বেটিছুয়ালা অনেক সাহায্য হয় আর লক্ষীর ভান্ডার ৫০০ থাকি ১০০০ আর ১০০০ থাকি ১২০০ শো টাকা করি দিবার তানে সাধারণ বেটিছুয়ার অনেকটা শক্তি শালী হইছে তার বাদে এইটা চিন্তা করিয়া আজি এইটা লক্ষীর ভান্ডার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়া হামা ভোট প্রচারত সামিল হইছি, সাধারণ মানষিলা যাতে হামার তৃণমূল কংগ্রেসের ৪২ টা আসনত জোড়াফুলত ভোট দিয়া যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ক হামা ৪২ টা আসন বগলাবগলি উত্তর দিনাজপুরটাক জয়ী করিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিবার চাই।