ব্লক আর শহর জুড়িয়া প্রচার এর ঝড় তুলিল তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়

হলদিবাড়ি ৭ এপ্রিল : নিজের জাগা ধুপগুড়িত যেলা ওমার বিরুদ্ধে প্রচারত বি জে পির মুখ নরেন্দ্র মোদী, সেলা সারাদিন হলদিবাড়ি শহর আর গ্রামত যায়া প্রচারত ঝড় তুলিল তৃণমূল কংগ্রেস এর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। সাকাল সাকাল হলদিবাড়ি কৃষি পাইকারি বাজারত প্রচার করিয়া ওয়ার্ডে ওয়ার্ডে যায়া সাধারণ মানষিলার সাথত কাথা কয়। সাথত আছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন সাথত মায়া মানষি শহর তৃণমূল কংগ্রেস নেত্রী পূরবী রায় প্রধান, পৌরপতি শঙ্কর দাস, উপ- পৌরপতি অমিতাভ বিশ্বাস সাথত অইন্য কাউন্সিলরলা ।

ঢাক বাজেয়া ওমা শহর পরিক্রমা করিয়া সাথত হলদিবাড়ি বাঁশ কালীবাড়িত পুজাও দেন ওমা। দুপুরের খাওয়া ব্লক সভাপতি গোপাল চন্দ্র রায় ওমার বাড়িত সম্পন্ন করি শুরু হয় ব্লক জুড়িয়া অঞ্চলগিলাত রাস্তাত সভা আর জন সংযোগ। সাথত যোগ দেন মেকলিগঞ্জ এর বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।

জয়ের ব্যাপারত একশো শতাংশ নিশ্চিত বলি জানাইল নির্মল বাবু। ওমা কন বিরোধী প্রার্থীলাক নিয়া ওমা কিছু কবার চান না। ওমা কী কাম করেছে ওইটা সাধারণ মানষিলা জবাব দেবে। ধূপগুড়ির পিছায় পড়া আসন যেনং ছিনায় নিছে। এলা জলপাইগুড়ির লোকসভা আসন আর ওমা জয় করিবেন সাধারন মানষির আশীর্বাদত । এইটা বছর লোকসভা নির্বাচনত তৃণমূল কংগ্রেস এর প্রচারত সগাকে মিলিত ভাবে ঝাঁপিয়া পড়া চোখুত পড়েছে।
অইন্য পাখায় দেওবার সি পি আই এম প্রার্থী যুবক দেবরাজ বর্মন আর গটে হলদিবাড়ি জুড়িয়া প্রচার চালায়। ওমা জানায় যুব সমাজ যেনুগ ভাবে পাশত আসিয়া দাঁড়াইছে তার বাদে ওমায় লড়াই এর মঠত আছেন, জন সমর্থন তার বাদে জানায় দিছে বলি দেবরাজ বর্মন।
হলদিবাড়ি থাকি বাসত করি বি জে পি সদস্যলা দেওবার নরেন্দ্র মোদীর জন সভাত যান যোগ দিবার। আস্তে আস্তে ১৯শে এপ্রিল যত আগেয়া আসেছে লোকসভার ভোটের উত্তাপ বাড়েছে রাজনীতি করা মানষিলারটে।

Spread the love