নিজ খবরিয়া বীরপাড়া: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাক (Manoj Tigga) লক্ষ্য করি ‘গো ব্যাক’ স্লোগান। মঙ্গলবার সন্ধ্যাত ঘটনাখান ঘটিছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া থানার ভুটান সীমান্তের কালাপানি গ্রামত। সেঠে ভোটপ্রচারে গেইছিলেন বিজেপি (BJP) প্রার্থী। পথসভা শুরু করিতে না করিতেই ওমাক লক্ষ্য করিয়া কয়েকজন ‘গো ব্যাক’ স্লোগান দেয়।
সেঠে থাকি ওমা যায় বান্দাপানি চা বাগানত ওঠেও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হইছে ওমাক। মনোজ জানাইছে, ‘তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ ওরাওঁয়ের বাড়ির কাছত কিছু দুষ্কৃতীলা ওইটা ঘটনা ঘটায়ছে। এমা তৃণমূলের মানষি। অইন্য পাখায় রমেশ ওরাওঁয়ের বক্তব্য, ‘এঠে তৃণমূলের করিবার কিছু নাই। জনগণ উত্তেজিত হয়া আছে। কিতায় কি মনোজ আর জন বারলা প্রতিশ্রুতি দিলেও কোনো কাম করেনাই ।
তার বাদে সাধারণ মানষিলা ওমালাক তাড়ায় দিছেন।’এদিনা সাকাল থাকি রামঝোরা, লঙ্কাপাড়া, গ্যারগান্ডা, হান্টাপাড়া, ধুমচিপাড়া আর টোটোপাড়াত ভোটের প্রচার করিছেন মনোজ। ওমার সাথত আছিলেন জন বারলা।কিন্তু কালাপানি আর বান্দাপানিত ছিলেন না ওমা।