নিজ খবরিয়া, মেখলিগঞ্জ , ১১ এপ্রিলঃ নির্দল ছাড়িয়া তৃনমূল কংগ্রেসত যোগ দিলেন ২৫ টা বাড়ি। বিসতিবার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের জামবাড়ি বুথ থাকি ২৫ টা বাড়ি নির্দল ছাড়িয়া তৃনমূল কংগ্রেসত যোগ দিলেন।
এলাকার অধীর চন্দ্র রায় আর জগদীশ রায় দলের নেতৃত্বত বিসতিবার বিকাল ৩ টা নাগাদ ২৫ টা বাড়ি তৃনমূল কংগ্রেসত যোগ দিলেন। এদিনা নবাগত মানষিলার হাতত দলীয় পতাকা তুলি দেন মেখলিগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন। ওঠে উপস্থিত আছিলেন মেখলিগঞ্জ ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিষ রায়, জামালদহ অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি রঘু রায় পাখাধরা, জামালদহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান গোপাল চন্দ্র রায়, অঞ্চল দলনেত্রী গীতা বর্মন সাথত অইন্যলা। বিতা পঞ্চায়েত নির্বাচনত নির্দল হিসাবে ভোটত লড়েছেন এইলা মানষি। এলাকাত জয়ী হয় বিজেপি। এলাকার উন্নতি মুখ থুবড়ে পড়িছে। এলাকাত প্রবেশের একমাত্র রাস্তা পাকা করি দিবার দাবি নিয়া এদিনা ওমা তৃনমূল কংগ্রেসত যোগ দিলেন।
ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এইটা এলাকাত উন্নতি মূলক কাম চোখুত পড়েনা বলি অভিযোগ। নির্বাচন সমাপ্ত হইলে এলাকাত উন্নয়নের চেষ্টা করা হবে বলি শাসকদলের পক্ষ থাকি আশ্বাস দেওয়া হইছে।