সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: সোমবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট, বৈরাগিরহাট, শিকারপুর এলাকাত পথসভা করিলেন রাইজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিনা দুপুরা আড়াইটাত নয়ারহাট অঞ্চলের গেন্দুগুড়ি ফুকটিডাঙা হরিবাসর এলাকাত প্রথম পথসভা করেন মন্ত্রী।
এদিনার সভাত উপস্থিত আছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মহেন্দ্র নাথ বর্মন, তৃণমূল শ্রমিক কংগ্রেসের ব্লক সভাপতি মজিরুল হোসেন, জেলা পরিষদ সদস্যা সুজাতা বর্মন প্রমূখ। গেন্দুগুড়ির পাছত নয়ারহাট গ্রামপঞ্চাইত এলাকার সরস্বতীর মোড়ত দ্বিতীয় সভা করে উদয়ন। বেলাভাটি বৈরাগিরহাট আর সইন্ধ্যাত শিকারপুর বাজারত দলীয় কর্মসূচিত অংশ নেয়।
এদিনার পথসভাত উদয়ন কন, বিজেপির পায়ের তলার মাটি সরি গেইছে। বিজেপি প্রার্থী নিশিথ প্রামানিক বুঝি গেইসে ভোটত জিতিবার পাবে না। এইটার তানে মরিয়া হয়া উমরা অশান্তি তৈরি করেছে। দেওবার ঘুঘুমারিতত হামার কনভয়ের উপরাত হামলা হইছে। কনভয়ের একটা গাড়ির কাঁচ ভাঙিগেইছে, ড্রাইভারের মাথা ফাটায় দেওয়া হইছে। যদি জেতার ব্যাপারে নিশ্চিত থাকিল হয় তাহলে এইলা ঝামেলা করিল না হয়।
পাঁচ বছর সাংসদ, মন্ত্রী থাকার পরেও কোচবিহারের তানে কিছুই করে নাই। নয়ারহাটত বিতা লোকসভা, বিধানসভা ভোটের পর তৃণমূলের নেতাকর্মিলার উপরত অত্যাচার হইছে।হামা বদলার রাজনীতি করিনা। সাধারন মানষিলা ভয় কাটিয়া এইবার তৃণমূলক ভোট দিবে। বিজেপির কোচবিহার লোকসভা কেন্দ্রের কনভেনার অভিজিৎ বর্মন কন, উদয়ন গুহ নিজেয় জেলাত অশান্তির পরিবেশ তৈরি করেছে। রাইজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়া বারে বারে ঠ্যাংত ঠ্যাং নাগেয়া ঝামেলা করেছে। নয়ারহাটের মানষিলা শান্তিত আছেন, এদিনা নয়ারহাটত আসিয়া উমরা মিছা গল্প করেছে। মানষিলা উদয়ন গুহের কাথা বিশ্বাস করেনা।
ওমার কাথাত ভোটও দেবে না তৃণমূলক। হামার প্রার্থী নিশিথ প্রমানিক বিপুল ভোটত এইবারেও জিতিবে। মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট গ্রামপঞ্চাইতের বিজেপির বোর্ড ক্ষমতাত আছে। বিতা লোকসভা আর বিধানসভা নির্বাচনত এইটা গ্রামপঞ্চাইত থাকি বিজেপি প্রার্থীলা বিশাল লিড পাইছেন । বিতা পঞ্চাইত নির্বাচন থাকি তৃণমূল উমার সংগঠনটাক ঢালেয়া সাজায়। বর্তমানত বিজেপির সাথত পাল্লা দিয়া তৃণমূলও প্রচার চালাছে। বিজেপির শক্তঘাটি নয়ারহাটত উদয়ন গুহের সভা নিয়া উচ্ছ্বসিত আছিলেন তৃণমূল সদস্যলা। এইদিনের পথসভাত তৃণমূল সদস্যলার ভালে ভিড় হইছে ।