মাদারিহাট, ৩১ মার্চঃ
আলিপুরদুয়ার জেলার মাদারিহাটত বুনুয়া হাতির হামলা।ক্ষতিগ্রস্থ হইল পাঁচটা বাড়ি আরও একটা চায়ের দোকান।আতঙ্কত আছে এলাকার মানষিলা।
জানা গেইছে, শনিবার গভীর রাইতত জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থাকিয়া একটা বুনুয়া হাতির দল বিরি আসিয়া মাদারিহাটের মেঘনাথ সাহা নগরত ডুকি যায়। কয়েঘণ্টা ধরি এলাকাত তান্ডপ চালেয়া পাঁচটা বাড়ি ভাঙ্গি দেয়। সাথত একটা মানষির চায়ের দোকানত ক্ষতি করে।খবর পায়া ঘটনাজাগাত পৌঁছায় বনকর্মীলা। পরে হাতির দলটক জঙ্গলের ভিতি প্যাঠে দেয়।
পাড়ার মানষিলারঠে জানা গেইছে, পত্তিদিনাও হাতি এলাকাত চলি আইসে। ঘটনার পর থাকিয়া আতঙ্কত আছে পাড়ার মানষিলা।বনদপ্তরেরটে ক্ষতিপূরণের দাবী জানাইছে ক্ষতিগ্রস্থ মানষিলা।