নিউজ ডেস্ক: মোদীর হাফ ডজন সভার পরে আইসেছে শাহ, পত্থম নাহয়, দ্বিতীয় দফাত আসন থাকি প্রচার শুরু বুথেবুধবার দুপুরা ১২টা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর বিধানসভার পত্রায় সভা করিবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অসম থাকি বাংলাত আসিয়া ওইটা সভা কড়িয়া ওমা যাবেন বিহারের গয়াত।লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর রাইজ্যেত দুইটা জনসভা করি গেইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার আগত উমরা চাইরটা জনসভা করিছেন বাংলাত। ওমার ডেপুটি অমিত শাহ এলাও পর্যন্ত রাজ্যত ভোটপ্রচারত আইসেন নাই। বিজেপি সূত্র থাকি খবর, বুধবার বাংলায় পত্থম জনসভা করিবার আইসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাট থাকি ওমা বাংলাত ভোটপ্রচার শুরু করিবেন। বুধবার দুপুরা ১২টা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর বিধানসভার পত্রায় সভা করিবেন শাহ।
অসম থাকি বাংলাত আসিয়া ওই সভা করিয়া ওমা যাবেন বিহারের গয়াত।ইয়ার আগত বিতা নভেম্বর, ডিসেম্বরের শেষ সপ্তাহত বাংলাত আসিছিলেন শাহ। কিন্তুক সভা করেন নাই। জানুয়ারির শেষ সপ্তাহত আসিবার কাথা থাকিলেও শেষ মুহূর্তত বাতিল হয়া যায়। ফেব্রুয়ারির শেষ দিনত রাইজ্যত আইসার কাথা ছিল শাহের। মায়াপুরের ইস্কনের মন্দিরে যাবার কাথা ছিল ওমার। কিন্তু বাতিল হয় । শেষ পর্যন্ত বুধবার সুকান্তের লোকসভা কেন্দ্রত প্রথম প্রচারসভা করিবেন শাহ। সেঠে দ্বিতীয় দফাত অর্থাৎ ২৬ এপ্রিল ভোট আছে।কেনে ফেব্রুয়ারির শাহের সভা বাতিল করা হইছিল, ওইটা নিয়া যদিও প্রকাশ্যত মুখ খুলিবার চাননাই বাংলার বিজেপি নেতালা।
বিজেপি সূত্র থাকি।খবর ছিল, সন্দেশখালিকাণ্ডের তানে রাজ্য সফর স্থগিত রাখিছিল শাহ। বগলাবগলি, বিজেপি সূত্রখবর ছিল যে, রাজ্যের শীর্ষস্থানীয় নেতালা না চাবার বাদে সেলা বঙ্গ সফরত কোন কেন্দ্রীয় নেতা আসুক। সন্দেশখালির আন্দোলনক বৃহত্তর করি তুলিবার প্রায় প্রতি দিনই রাস্তাত নামছিলেন ওমা । সেলা শাহ রাজ্য সফরত আসিলেও ওমাক নিয়া ব্যস্ত হবার লাগিল হয় রাজ্য নেতৃত্বলাক। ওমার আন্দোলনত ভাটা পড়ির হয়।অইন্য পাখায় , জানুয়ারি মাসত অযোধ্যায় রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পর সেঠে না যায়া মায়াপুরের ইস্কনের মন্দিরে আসিবার কাথা ছিল শাহের।
মায়াপুরে কৃষ্ণের মন্দির দর্শনত যাবেন বলি। শোনা গেইছিল। মন্দির দর্শনের পরে রানাঘাট-সাথত আশপাশের কয়েকটা লোকসভা এলাকার নেতৃত্বলার সাথত স বৈঠকত বসিবার কথাও ছিল ওমার। শেষ পর্যন্ত বাতিল হয়।