মালবাজার,৫এপ্রিল: ঘরের তানে আবেদন পত্র নিয়া মুখ্যমন্ত্রীর দুবরোত যায় অন্ধ দম্পতি। বিতা দেওবার থাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মালবাজার মহকুমার চালসার একটা বেসরকারি হোটেলত। বিতা কয়েদিন হাতেয় মুখ্যমন্ত্রী চা বাগানত যায়া কামলালার সাথত কাথা কন আর কামলালার অভাব অভিযোগ শুনেন, বগলাবগলি গির্জাত যায়া আবাসিকলার সাথত রাও কারেন আর রাস্তাত স্কুল ছাত্র-ছাত্রী থাকিয়া শুরু করিয়া নানান নাখান দোকানত যায়া মানষিলার সথে কাথা কইছেন।
এলা চালসার কিল কোড চা বাগানের বাসিন্দা সুরজ কুজুর আর ওমার বনুস দিপ্তিকা ওঁড়াও, এদিনা সাথত ছোট ছাওয়াটাক কোলাত নিয়া চালসাত মুখ্যমন্ত্রীর হোটেলের সামনত আইসেন। ওমা দুইজনেয় চোখুত দেখিবার না পায়। কিলকোট চাবাগানের মানষি এমা । দম্পতি আইসেন কিছু সমস্যা নিয়া মুখ্যমন্ত্রীরটে । কিন্তক মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ঘেরাটোপের কারণত মুখ্যমন্ত্রীর সাথত দেখা নাই হয় ওমার। ওমার কিছু সমস্যার কাথা চিঠিত নেখিয়া একটা পুলিশ অফিসারের হাতত জমা দিছেন, মুখ্যমন্ত্রীক দিবার তানে। যাতে মুখ্যমন্ত্রী কোনো সাহাইয্য করেন।
সুরজ কুজুর কন হামা জানি না মুখ্যমন্ত্রী চালসাত আসিছে । আজিকোনায় জানির পায়া আসিনো, কিন্তুক আসিয়া ওমার সথে দেখা না হইল । হামার ঘরবাড়ির অবস্থা খিবে খারাপ। মুই আর মোর বনুস দোনোজনে চোখুত দেখিবার পারি না । কোলাত ছাওয়াটাক নিয়া আসিচি, যদি মুখ্যমন্ত্রী কোনো সাহাইয্য করেন। মোর ঘরটা বানেয়া দেন। সেইটা আশাতে আইসা মুখ্যমন্ত্রীর দুবরোত।