মঙলবার রাতিত আইএসএল শেষ চারের প্রথম পর্বের দ্বৈরথত ওড়িশা এফসি-র বিরুদ্ধত তিন মিনিটত আগেয়া যায়া হারের ধাক্কাত লিগ-শিল্ড জয়ের উল্লাস উড়ি যায়া শুধুই হতাশা।
মাত্র এক সপ্তাহের ব্যবধানত মোহনবাগান সুপার জায়ান্টের অন্দরহলের আবহ বদলি গেইল নাটকীয় ভাবে। মঙ্গলবার রাতিত আইএসএল শেষ চারের প্রথম পর্বের দ্বৈরথত ওড়িশা এফসির বিরুদ্ধত তিন মিনিটত আগেয়া যায়া হারের ধাক্কাত লিগ-শিল্ড জয়ের উল্লাস উড়িয়া যায়া শুধু হতাশা। বুধবার সাকালে থমথমে মুখত ভুবনেশ্বর ছাড়িল মোহনবাগানের ফুটবলারলা। যুবভারতীত আইসা দেওবার দ্বিতীয় পর্বের দ্বৈরথের উপরাত নির্ভর করিছে দিমিত্রি পেত্রাতসলার ত্রিমুকুট জয়ের স্বপ্নপূরণ ভবিষ্যৎ।ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ আইসা ৬ জুন কুয়েতের বিরুদ্ধত বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ কলকাতাত খেলেবার চায়। ওমা বিশ্বাস করে যুবভারতীর গ্যালারির গর্জন চাপত
রাখিবে প্রতিপক্ষক, প্রথমবার তৃতীয় পর্যায়ত যোগ্যতা অর্জনের ক্ষেত্রত বাড়তি অনুপ্রেরণা জোগাবে সুনীল ছেত্রীলাক। ইগরের মতো মোহনবাগানের ফুটবলারলাক ভরসাও যুবভারতীর শব্দব্রহ্ম। অধিনায়ক শুভাশিস বসু কইছিলেন, ‘‘হামা ঘুরিয়া দাঁড়ামো। কলকাতাত নিজেলাক দর্শকদের সামনত জিতি আইএসএলের ফাইনালত উঠিমো।’’ জনির কাথাত ‘‘সমর্থকলা হামার অনুপ্রেরণা। মুম্বইয়ের বিরুদ্ধত ম্যাচত যেনুগ যুবভারতীর গ্যালারি ভর্তি ছিল, একে ছবি দেখিবার চাই ওড়িশা-দ্বৈরথত ।’’
ওড়িশার কাছত প্রথম পর্বত ১-২ গোলত হারিছে মোহনবাগান। সরাসরি ফাইনালত উঠিবার হইলে যুবভারতীত আইসা দেওবার অন্তত দুইটা ’গোলের ব্যবধানত জিতিবার হবে শুভাশিসলাক । কিন্তু এক গোলের ব্যবধানত জিতিলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় আর টাইব্রেকারত। আন্তোনিয়ো লোপেস হাবাস থাকি জনি কাউকো— সগায় আত্মবিশ্বাসী নির্ধারিত ৯০ মিনিটত ওড়িশাক হারেয়া ফাইনালত ওঠিবার ব্যাপারে। হাবাস কন ‘‘একটা গোল করিলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ত। হামারলার লক্ষ্য ৯০ মিনিটের মধ্যত দুইগোল করিয়া সরাসরি ফাইনালত যাওয়ার। কিন্তু অতিরিক্ত সময়ত খেলার তানে মানসিক ভাবি প্রস্তুত হয়া নামিবারভহবে।’’হাবাসের মতে মঙ্গলবার রাতিত ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামত ওড়িশার কাছত হারের বাদে ফুটবলারলা মেলা ভুল আর তিন মিনিটত আগেয়া যাওয়ার পরে আত্মতুষ্ট হয়া পড়া। ওমা কইছিলেন, ‘‘ফুটবলারলার ব্যক্তিগত ভুলের বাদে হামারলাক হারিবার হইছে। ওইটা ছাড়া তিন মিনিটের মধ্যত আগেয়া যাবার পরে ওমার মধ্যত কিছুটা গা ছাড়া মনোভাব দেখা গেইছিল।’’ কোচের সাথত একমত মাঝমাঠের অইন্যতম ভরসা জনি। কন, ‘‘গোল খাবার পর হামা ওমার ম্যাচত আসিবার সুযোগ করি দি।’ অবশ্য ফুটবলত এনুগ ধরেন হয়া থাকে। আশা করেছি, দ্বিতীয় পর্বের ম্যাচত হামা আরো ভাল খেলা উপহার দিমো ।’’
মোহনবাগান অধিনায়ক অবশ্য আঙুল তুলিছেন রেফারিংয়ের পাখায়। কইল ‘হামার মনে হইছে, সগারে উদ্বুদ্ধ ছিল। নিজেরলাক উজাড় করি দিবার তানে মরিয়া ছিল। হামা এইটা ম্যাচটা জিতিবার পারিনো হয়। ’’ যোগ করিল ‘‘রেফারিং আরো ভাল হবার পারিল হয় । আশা করেছি, ২৮ এপ্রিল ঘরের মাঠত সমস্যা হবে না। ভাল রেফারি পাওয়া যাবে। মুম্বইক হারেয়া যেনুগ লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হইছিনো, সেনুগ করিয়া ওড়িশাক হারেয়া
ফাইনালত উঠিমো ।’’
নির্বাসনের তানে প্রথম পর্বের ম্যাচত ডিফেন্ডার ব্রেন্ডন হামিলক পায় নাই মোহনবাগান। রক্ষণ নিয়া ওমা বিরক্ত, ওইটা স্বীকার করি নিয়া হাবাস কইছেন, ‘‘রক্ষণত মেলা ভুল হইছে। ফুটবলারলার মধ্যত দূরত্ব প্রয়োজনের থাকি অনেক বেশি ছিল।তার বাদে দ্বিতীয় গোল হজম করিবার হইছিল। কৃষ্ণের সাথত হেক্তর যেলা বল দখলের লড়াই করছিল, তখন ওর প্রয়োজন ছিল এক জন সেন্ট্রাল মিডফিল্ডারের সহায়তা। কিন্তু ওমার ২৫ গজের মধ্যত কাহ ছিল না।’’
রক্ষণের ভুলত্রুটি মেরামত করা প্রথম কাম হাবাসের। লাল কার্ড দেখায় ফিরতি ম্যাচত খেলাবেন না আর্মান্দো সাদিকু। তার বাদে যুবভারতীত শুরু থাকি খেলার সম্ভাবনা প্রবল জেসন কামিংসের। ফিরতি সাক্ষাতত প্রথম একাদশত আসিবার পারেন সাহাল আব্দুল সামাদও।