রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় এর হাত ধরিয়া নির্দল পঞ্চাইত সদস্য আরও অইন্য দল থাকি ১০০টা পরিবারের মানষি তৃণমূলত যোগদান করিলেক l

পবিত্র রায় রাজগঞ্জ : রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রামত রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় এর হাত ধরিয়া নির্দল পঞ্চাইত সদস্য আরও অইন্য দল থাকি ১০০টা পরিবারের মানষি তৃণমূলত যোগদান করিলেক l
যোগদান অনুষ্ঠানত উপস্থিত আছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, গ্রাম পঞ্চাইতের প্রধান সুমিত দত্ত, ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, পঞ্চাইত সমিতির সভাপতি রুপালি দে সরকার, সর্বানী ধারা সুদ্দায় অইন্যান্য সদইস্যগিলা।শুকুরবার যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িত।
জানা যায় যে,বিতা পঞ্চাইত ভোটত তৃণমূল দল থাকি টিকিট না পায়া গোসা হয়া নির্দল প্রার্থী হিসাবে ভোটত দাঁড়েয়া জিতি মাঝিয়ালি গ্রাম পঞ্চাইতের মালিপাড়া বুথত পঞ্চাইত সদইস্য হইছে মাধবী রায়। লোকসভা নির্বাচনের আগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখিয়া আরও নিজের ভুল বুঝির পায়া শেষমেষ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরিয়া তৃণমূল কংগ্রেসত যোগ দিলেন ওইঠেকার ১০০টা পরিবারের মানষি নিয়া। এ ব্যাপারে রাজগঞ্জ বিধায়ক কন ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনত ভুল বোঝাবুঝির কারণে নির্দল প্রার্থী হয়া ভোটত দাঁড়াইছিল মাধবী রায়। শেষমেষ তার ভুল বুঝির পায়া শুকুরবার মোর বাড়িত ১০০টা পরিবারের মানষি সুদায় আসিয়া পঞ্চায়েত সদস্য মাধুরী রায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতত নিলেক। আশা করেছ লোকসভা নির্বাচনত ফলাফল খিবে ভাল হবে।

Spread the love