রামনবমী উৎসব পালন হইল উত্তর দিনাজপুরে

-উত্তর দিনাজপুর সারা দেশের সাথত তাল মিলিয়া উৎসব উদ্দিপনার মধ্য দিয়া রামনবমী উৎসব পালন হইল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জত।বুধবার কালিয়াগঞ্জের মনিবাগ পাড়াত অবস্থিত প্রতিবাদ ক্লাবের মাঠত রামলাল পূজা আর ধর্মীয় অনুষ্ঠানে জোগার করা হয়।

দুপুরত প্রখর তাপপ্রবাদক উপেক্ষা করি একটা বর্নাঢ্য শোভাযাত্রার জোগার করা হয়।শোভাযাত্রাত ৮ থাকি ৮০ সব বয়সের মানষিলা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়া অংশ গ্রহণ করে।এদিনা শোভাযাত্রাটা প্রতিবাদ ক্লাব মাঠ থাকি শুরু করি শিমূলতলা হয়া হাসপাতাল রোড হয়া বিবেকানন্দ মোড় সুকান্ত মোড় হয়া ফের প্রতিবাদ ক্লাবের মাঠত শেষ হয়।

এদিনা এইটা শোভাযাত্রাত উপস্থিত আছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাদক্ষ্য নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য রাম দেব সাহানী,তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ, ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতীরময় নন্দ মহারাজ,বিশ্বদেব মঠের স্বামীজি শিবাত্মানন্দ মহারাজ,সাথত আরো মেলা জন।

এদিনা শোভাযাত্রা শেষত প্রতিবাদ ক্লাবের মাঠত সব ভক্তলার মধ্যত খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।এদিনা শোভাযাত্রাক ঘিরিয়া যাতে কোন প্রকার অপ্রিতিক ঘটনা না ঘটে তার বাদে মেলা পুলিশ মতায়ন ছিল।

Spread the love