দক্ষিণ দিনাজপুর: রামনবমী উপলক্ষত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার নাখান ওয়ার্ডের সাথত গঙ্গারামপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড রেজিস্ট্রি অফিস পাড়াত বুধবার দুপুরেত আমরা কজন পরিচালনাত রামনবমী পূজার শুভ উদ্বোধন করিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
এদিনা ওমা গঙ্গারামপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড রেজিস্ট্রি অফিস পাড়াত আমরা কজন পরিচালনাত রামনবমী পূজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়া শুভ উদ্বোধন করেন। উপস্থিত আছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা তৃণমূল নেতা কাঞ্চন সেন সাথত অইন্যলা।
সাথত আমরা কজন পরিচালনাত রামনবমী পূজা উপলক্ষত সগার উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।