রাস্তাত হঠাৎ করিয়া গাড়িত আগুন , প্রাণত বাচিল গাড়ির ড্রাইভার

নিউজ ডেস্ক ,ফাঁসিদেওয়া,২৮ মার্চঃ
শিলিগুড়ি থাকি ইসলামপুর যাবার রাস্তাত হঠাৎ করিয়া গাড়িত আগুন ধরি যায় ।অল্পের তানে প্রাণত বাচিল গাড়ির ড্রাইভার।

বিসতিবার শিলিগুড়ি থাকিয়া ইসলামপুর যাবার ধইছিলো চাইরচাকার গাড়িখান।বিধাননগরের বগলত যাইতেকালে হঠাৎ করিয়া গাড়িত আগুন লাগি যায়। ওঠেকার পাড়ার মানষিলার নজরত আসিতেয় আগুন নিয়ন্ত্রণত আনিবার চেষ্টা করে।অন্যপাখায় গাড়ির ড্রাইভার সেলায় গাড়ি থাকিয়া ঝাপ দিলে অল্পের তানে প্রাণে বাচি যায় উমায়।

ঘটনার খবর পায়া বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার জাগাত যায়।মাটিগাড়া দমকল কেন্দ্রের একখান ইঞ্জিন ঘটনাজাগাত যায়া আগুন নিয়ন্ত্রণত আনে।ঘটনাটাক নিয়া কিছুক্ষণের তানে গ্রামের মানষিলা হাতাশ খায়া যায়।

Spread the love