রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর সমর্থনত ভোট প্রচারত অভিনেতা দেব

নিজ খবরিয়া,উত্তর দিনাজপুর : জমি উঠিছে শেষ মহুর্তত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট প্রচার। আইসা ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফাত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন।আর শেষ মহুর্তত সবলা রাজনৈতিক দলের প্রার্থীলা নিজের হেবিওয়েট আর সেলিব্রেটিলাক আনিয়া ভোট প্রচার চালাসে।মঙলবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী সমর্থনত ভোট প্রচারত আসিলেন ঘাটালের লোকসভা আসনের তৃণমূল প্রার্থী তথা টলিউট সিনেমার অভিনেতা দীপক অধিকারী বা দেব ।এদিনা রায়গঞ্জের স্টেডিয়ামত হেলিকাপ্টারত আসেন অভিনেতা দেব। রায়গঞ্জের কসবা মোড় থাকি হুড খোলা গাড়িত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীক সাথত নিয়া রোড শোর মধ্য দিয়া ভোট প্রচার শুরু করে অভিনেতা দেব। দেবের রোডশো দেখিবার তানে তৃণমূল কর্মীলার সাথত সাধারণ মানষিলার ঢল নামে রায়গঞ্জের রাজপথত । বৈশাখের তাপ প্রবাহক উপেক্ষা করিয়া ৩৮ডিগ্ৰি সেলসিয়াস যেন কিছুই না হয় ।এদিনা দেবের রোড শো রায়গঞ্জের কর্নজোড়া পর্যন্ত হয় ।

Spread the love