রেলত কাটা পড়িল ১ টা মানষি

শিলিগুড়ি : শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া এলাকাত রেলোত কাটা গেইলেক একটা মানষি। মানষিটার নাম এমডি সাবুদ্দিন, বয়স মোটামুটি ৩২ বছর। আশেপাশের লোকগিলারঠে জানির পাওয়া যায় যে – আজি বিকাল পাঁচটার সময় ঐ মানষিটা তাঁর বৌয়ের বাদে বাচ্চে ছিল রেল লাইনের ধারোত। ঐ সময়ে এই ঘটনাটা ঘটিসে। ওঠেকার এলাকার মানষিলা জানাইসে যে – এমডি সাবুদ্দিন কুনো কাজকর্ম করেনা, তার বৌ মানষির বাড়িত কামকাজ করে। উমার একটা পাঁচ বছরের বেটা ছাওয়াও আছে। প্রায় বছরখানেক আগোত এই এমডি সাবুদ্দিন বিভিন্ন নেশা করিসিলো, এলা অনেকটায় স্বাভাবিক হুইসে বোলে জানাইসে ওঠেকার মানষিলা। এই ঘটনাটা ঘটিবার পর থাকি গোটায় জায়গাখানের মানষিলার মনোত হাতাস নাগিসে। ইয়ার মৈধ্যতে ওঠে আসিসে সি আর পি এফের দল। মরি যাওয়া মানষিটার দেহাটাক ময়নাতদন্তের জৈন্যে পাঠে দেওয়া হুইসে।

Spread the love