রোদত মাথা ঘুরিয়া পড়ি মৃত্যু হইল একটা মানষি

নিজ খবরিয়া,ক্রান্তি: রাইজ্য তাপপ্রবাহে বগলাবগলি ডুয়ার্সের তাপমাত্রা বাড়ি থাকাতে হঠাৎ রোদত বাজার করিবার যায়া মাথা ঘুরিয়া ভরা বাজারত পড়ি যায় একটা মানষি।পাছত চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিস্ট হাসপাতালত নিয়া গেইলে কর্তব্যরত চিকিৎসক মরণ হয়ছে বলি ঘোষণা করেন। মরণ যাওয়া মানষিটার নাম তাপস হাজরা, বয়স ৩৬, উমার বাড়ি ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়তের গোলাবাড়ি এলাকাত। পেশাত গাড়িচালক আছিল বলি জানা গেইছে। বুধবার লাটাগুড়িত আছিল সাপ্তাহিক হাট। সাপ্তাহিক হাটত বাড়ির বাজার করিবার যায়া আচমকায় পড়ি যান ভরা । স্থানীয়লার তৎপরতাত হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয়লার অনুমান সম্ভাব্য সান স্টকের জইন্য ওই মানষিটার মরন হয়ছে। হাসপাতাল সূত্রত জানা যায় , ময়নাতদন্ত রিপোর্ট না আইসা পর্যন্ত মরণের কারণ জানা যাবে না। এই ঘটনার পাছত গোটে এলাকাতে গাপাগুপি ছাড়াইসে।

Spread the love