লোকসভা নির্বাচনের আগত তৃণমূল কংগ্রেস দল ছাড়িল জেলার রাজনীতির মেলা পরিচিত মুখ !

নিজ খবরিয়া,উত্তর দিনাজপুর : আইসা লোকসভা নির্বাচনের আগত তৃণমূল কংগ্রেস দল ছাড়িল উত্তর দিনাজপুর জেলা পরিষদের আগিলা সভাধিপতি কবিতা বর্মন। খালি কবিতা বর্মন একেলায় না হয়, ওমার সাথত হেমতাবাদ ব্লক তৃণমূলের আগিলা সভাপতি প্রফুল্ল বর্মন, রায়গঞ্জ পঞ্চাইত সমিতির আগিলা সহ-সভাপতি মৌসুমী রায়চৌধুরী সিংহ, সাথত আরো মেলা মানষি তৃণমূল দল ছাড়ি দিয়া বিজেপিত যোগদান করিল।

শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনা তৃণমূলের নেতৃত্বলা পৌঁছায় যায় বিজেপি পার্টি অফিসত। জেলা পার্টি অফিসত যায়া ওমা সগায় মিলি বিজেপিত যোগদান করে। ওমার হাতত বিজেপির পতাকা তুলি দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার,রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল।

বাসুদেব বাবু জানাইল বিজেপি বর্তমানত সৌগচাইতে বড় দল। এইটা দলত সামিল হইল তৃণমূল ছাড়ি আইসা জেলার রাজনীতির মেলা পরিচিত মুখ। সম্মানের সথে বিজেপি দলত ওমাক সগাকে স্বাগত জানা হইছে ওমা। দলের নির্দেশত ওমা কাম কাজ করিবেন বুলিয়া জানাইছে বাসুদেব সরকার। অইন্য পাখায় জেলাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের সভার আগত এইটা যোগদান তৃণমূলের ভাঙ্গন ঘিরিয়া রীতিমতন সমালোচনা শুরু হইছে জেলার রাজনৈতিক মহলত।

Spread the love