কৌশিক বর্মণ, কোচবিহার: লোকসভা নির্বাচনের আগত ফির ভাঙ্গন তৃণমূল কংগ্রেসত। আইসা ১৯ এপ্রিল কোচবিহারত পত্থম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচন যত আগেয়া আসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিরোধী দলের মইধ্যত ভাঙ্গা গড়ার খেলা জমি উঠেছে।
এইবার কোচবিহার ১ নং ব্লকের মোয়ামারিত তৃণমূল কংগ্রেসের ঘড়ত ভাঙন ধরাইলেক বিজেপি। শুকুরবারের দিনা কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ত মোয়ামারি অঞ্চলত তৃণমূল কংগ্রেসের ভেল্লা সদইস্য বিজেপিত যোগদান করিছেন।
এদিনা বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরিয়া তৃণমূল কংগ্রেস ত্যাগ করিয়া বিজেপিত যোগদান করিছেন তৃণমূল কংগ্রেসের এসসি সেলের মোয়ামারি অঞ্চল সভাপতি ভবেশ চন্দ্র রায় সাথত ভেল্লা অঞ্চল আর বুথ নেতৃত্বলা। এইটা বিষয়ত বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় দাবি করিছেন, “পত্তিদিন হামার যোগদানের কাম হইতে রবে। বিতা কয়েক দিন আগত মোয়ামারি গ্ৰাম পঞ্চায়েতের দুই জন পঞ্চায়েত সদইস্য বিজেপিত যোগদান করিছেন।
আজি মোয়ামারি অঞ্চলের বেশ কিছু তৃণমূল নেতৃত্ব বিজেপিত যোগদান করেন।” তৃণমূল কংগ্রেস ত্যাগ করিয়া বিজেপিত যোগদানকারী ভবেশ চন্দ্র রায় কন,”রাইজ্য জুড়িয়া শাসকদলের দুর্নীতির বিরুদ্ধত লড়াই করিবার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়া বিজেপিত যোগদান করিনো।আইসা লোকসভা নির্বাচনত এইটা যোগদান কতটা প্রভাব ফেলাবে ওইটা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে বোঝা যাবে।