লোকসভা নির্বাচনের আগত শক্তি বৃদ্ধি, বিজেপিত যোগদান করিল মেলা মানষি

রাজগঞ্জ, ৬ এপ্রিলঃ আইসা লোকসভা নির্বাচনের আগত বিজেপি দলটাক শক্ত করিবার তানে সিপিআইএম আর তৃণমূল ছাড়িয়া মেলা মানষি বিজেপিত যোগদান করিল। শনিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চাইতের শিমুলগুড়ি গ্রাম পঞ্চাইতত এইটা যোগদান সভার জোগার করা হইছে। এদিনা রাজগঞ্জের বিজেপির ব্লক নেতৃত্বলার হাত ধরিয়া মেলা মানষি বিজেপিত যোগদান করিল।

এইটা বিষয়ত বিজেপি নেতা দেবাশীষ দে জানাইল, নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নত সামিল হবার তানে তৃণমূল আরও সিপিআইএম থাকি এইলা মানষি যোগদান করিল। লোকসভা নির্বাচনের আগত এইটা যোগদান হামার দলটা অনেকখান শক্ত হবে বুলিয়া জানাইল ওমা।

এদিনা যোগদান সভাত উপস্থিত আছিলেন রাজগঞ্জ ব্লক বিজেপি সভাপতি নিতাই মন্ডল, বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি অর্জুন মন্ডল, মৃগেন রায়, বাদল রায় সাথত অইন্য সদস্যলা।

Spread the love