৩০ মার্চ:মেটেলি,শৈলেন রায়: লোকসভা নির্বাচনত তৃণমূল কংগ্রেস প্রার্থীক জয়ী করিবার তানে প্রচারত ব্যস্ত মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার মেটেলি ব্লকের প্রান্তিক বিধাননগর গ্রাম পঞ্চাইতের ক্ষুদিরাম পল্লী এলাকাত নির্বাচনী সভা করিল মেটেলি ব্লক তৃণমূল সংখ্যা লঘু সেল। এদিনা দুপুরা এইটা সভাত উপস্থিত আছিলেন মেটেলি ব্লক তৃণমূল সভানেত্রী স্নোমিতা কালান্দী, জেলা সংখ্যা লঘু সভাপতি মিজানুর রহমান, ব্লক সংখ্যা লঘু সভাপতি মফিজুল ইসলাম, তজমল হক, বিক্রম রুন্ডা সাথত অইন্য নেতৃত্বলা।
এইটা সভাত তৃণমূল সরকারের খতিয়ান তুলিয়া ধরে নেতালা, বগলাবগলি বিজেপি আর প্রধানমন্ত্রীক ব্যঙ্গ বিদ্রুপ করা হইল সভা স্থল থাকিয়া। নেতৃত্বলা জানাইছে, লোকসভা নির্বাচনত বিরোধী দলটাক হারেবার তানে আর সাংগঠনিক শক্তি বাড়েবার তানে এইলা সভাগিলা করেছে তৃণমূল।