লোকসভা ভোটত হিংসার রাজনীতি বন্ধ আরও শান্তি শৃঙ্খলা বজায় রাখিবার আবেদন সন্তানদলের

বিজয় চন্দ্র বর্মন, মেখলিগঞ্জঃ ভোটের দিন যতয় আগে আইসেছে নানান জাগাত বাড়েছে রাজনৈতিক উত্তেজনা। বিতা ভোট গিলাত যেনং রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটিছিল, ওইটা ঘটনাত মা হারাইছে উমার ছাওয়ালাক, অনেক বেটি হারাইছে উমার স্বামীক। তার তানে হিংসার রাজনীতি বন্ধ করা আর গোটায় উত্তরবঙ্গত শান্তি শৃঙ্খলা বজায় রাখিবার আটুশ জানেয়া প্রচার পত্র বিলি করিবার ধইরছে শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রবর্তিত সন্তান দলের সদস্যলা।

এইবার লোকসভা ভোটত যাতে রাজনৈতিক হানাহানি না ঘটে তার আবেদন জানেয়া শুকুরবার মেখলিগঞ্জ মহকুমার জামালদহ, উচলপুকুরি ও রানিরহাট অঞ্চলের নানান এলাকাত প্রচার পত্র বিলি করেছে উমরা। এনং করিয়া ভোটের আগত উত্তরবঙ্গের ভেল্লা জেলাত প্রচার পত্র বিলি হইতে রবে বুলিয়া জানায় সন্তানদলের পইক্ষ থাকি। এদিনের কর্মসূচিত উপস্থিত আছিলেন সন্তান দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তথা উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক সনজিৎ দাস।

ইমরা ছাড়াও উপস্থিত আছিলেন উত্তরবঙ্গ কমিটির সভাপতি সুশীল সেন, সাথত সভাপতি সুদীপ পাল, কার্যকরী সদস্য বীরেন সেন সুদায় অইন্য সদস্যলা।

Spread the love