ফালাকাটা :জঙ্গল থাকি বার হয়া ফির লোকালয়ত ঢুকি পড়িল বাইসন। জানা গেইছে, বিসতিবার সাকাল থাকিয়া একটা বাইসন ঝাড়আলতা ১ আরঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের নানান নাখান এলাকাত দাপায়া বেড়ায়। এইপাখে লোকালয় বাইসন ঢুকি পড়াত আতঙ্ক ছড়ায়া পড়ে । বর্তমানত বাইসনটি জঙ্গলে ফিরি গেইছে বলি জানা গেইছে। তবে এদিন বাইসন লোকালয়ত ঢুকি পড়িলেও কারো কোনো ক্ষতি হয় নাই বলি জানা গেইছে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় রায় কহেন,” একটা বাইসন ঢ্যাংকালি অধিকারী পাড়া হয়া খট্টিমারি সমেত নানান নাখান এলাকাত দাপিয়ে বেড়ায়।