নিজ খবরিয়া,২৮ মার্চ : শিলিগুড়িত অপরাধমূলক কামের আগতে পুলিশের হাতত গ্রেফতার হইলেক ছয়জন গাভুর চ্যাংরা। ধরা পরা চ্যাংড়াগিলা হইল ওবেইদুর রহমান, আল্লা রাখা শেখ,বিকাশ রাই,বিক্রম পাসওয়ান,রাজ কুমার নওয়ার আর রাহুল ছেত্রী।
পুলিশেরটে হাতে জানা গেইসে , বুধবার রাতিত গোপন সূত্রত খবর পায়া শিলিগুড়ির চন্ডালমোড়ত অভিযান চালাসিল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশলা।ওঠে থাকিয়া ছয়জনাক গ্রেফতার করিসে পুলিশ। ধরা পরা চ্যংড়াগিলারটে হাতে ভেল্লা অস্ত্রও উদ্ধার করিচে পুলিশ।
আজি ধরাপড়া চ্যাংড়াগিলাক জলপাইগুড়ি আদালত তুলিবে।গোটা ঘটনাটার তদন্তত নামিছে পুলিশ।