শিলিগুড়িত পণ্য বোঝাই ট্রাকত নিয়া যাবার ধইছিল গবাদি পশু, গ্রেফতার একজন

নিজ খবরিয়া,শিলিগুড়ি : সরকারি নিয়মকানুনটাক বুড়া আঙ্গুল দেখায় একটা পণ্যবাহী ট্রাক ২৫ টা গরু আর ১৩ টা বাছুর নিয়া যাবার অভিযোগত একজনকাক গ্রেপ্তার করিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।মঙ্গলবার নিশা রাতিত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছত খবর আইসে , ফুলবাড়ী দিয়া একটা সাদা রঙের পন্যবাহি ট্রাকত গবাদি পশু নিয়া যাসে।

বিহার থাকি উত্তর দিনাজপুর আর দার্জিলিং জেলা হয়া ফুলবাড়ি হয়া জলপাইগুড়ির পাখায় ওইখান ট্রাক। গোপন সূত্রত এইটা খবর পাওয়া মাত্রয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ী টোল গেট এলাকাত নাকা তল্লাশি শুরু করে। অভিযানত সাফল্য হয়। ধরা পড়ি যায়, সাদা রঙের পণ্য বোঝাই নীল রঙের ত্রিপল দিয়া ঢাকা ওইখান ট্রাক। লাইভ স্টক পারমিট ছাড়া পণ্যবোঝাই ট্রাকত গবাদি পশু পরিবহনের অভিযোগত আটক করা হয় ট্রাকড্রাইভারটাক। সরকারি নিয়ম অনুযায়ী গবাদিপশু পরিবহনের ক্ষেত্রত লাইভ স্টক পারমিটের ট্রাক ব্যবহার করিবার হয়।

বগলাবগলি পশু চিকিৎসার সবলা্ নথি, পর্যাপ্ত পরিমাণ খাদ্য আর জল রাখিবার হয় সেইটা লাইভ স্টক পারমিটের গাড়িটাত। কিন্তু এইটা ক্ষেত্রত একটা সাধারণ পণ্য বোঝাই ট্রাকত ত্রিপল দিয়া ঢাকিয়া নিয়া যাবার ধইছিল ২৫ টা গরু আর ১৩ টা বাছুর। ট্রাক ড্রাইভার পুলিশের তল্লাশি চলিবার সময় কোনরকম সরকারি নথি দেখেবার পারে নাই ়, ওইটা গবাদি পশু বোঝাই পণ্য বোঝাই ট্রাক সাথত ড্রাইভারটাক গ্রেপ্তার করে পুলিশ। ট্রাকত থাকা ৩৮ টা গবাদি পশু পাঠাইছে হ সরকারি খোয়ারত।

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ থাকি জানা গেইছে ধরা পড়া মানষিটার নাম জাহিরুল ইসলাম। ওমা অসমের মানষি। অভিযুক্তক বুধবার জলপাইগুড়ি আদালত পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Spread the love