শিলিগুড়ি ১০ নং ওয়ার্ডত নির্বাচনী প্রচারত বেড়াইল গোপাল লামা

বাপ্পা রায়, শিলিগুড়ি: বিসতিবার সাকালে শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডত একটা কালী মন্দিরত পূজা দেয় দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ আর দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা সাথত তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিনা পুজা দিয়া প্রচারত বেড়ান তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা সাথত আছিলেন পাপিয়া ঘোষ সাথত তৃনমূল সদস্যলা। হাটিয়া হাটিয়া মানষিলার বাড়ি বাড়ি যায়া ভোট দিবার তানে আটুস করিল গোপাল লামা । শিলিগুড়ি ১০ নং ওয়ার্ড ছাড়াও আজি নানান নাখান এলাকাত ওমালার প্রচার চলিবে বলি জানাইল পাপিয়া ঘোষ।

সাংবাদিকলার মুখামুখি হয়া গোপালমা জানাইল মাওয়ের মন্দিরত পূজা দিয়া হামা বাড়ি বাড়ি যায়া সাধারণ মানুষিলার সাথত কাথা কইছি ।।খিবে ভাল লাগেছে । এইবার লোকসভা নির্বাচনত জয় হামালার নিশ্চিত।

Spread the love