শিলিগুড়িত উদ্ধার হলেক তিনটা তাজা দেশী বোমা

বাপ্পা রায়, শিলিগুড়ি: সামনাতে লোকসভা ভোট। এইটা লোকসভা নির্বাচন নিয়া বাড়িগেইছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ইয়ারে মাঝত শিলিগুড়িত উদ্ধার হলেক তিনটা তাজা দেশী বোমা।ঘটনাটাক কেন্দ্র করিয়া ভালে গাপাগুপা ছড়াইল ভক্তিনগর থানার ভিতিরা খোলাচাঁদ ফাপড়ি এলাকাত।

এদিনা ঘটনার খবর পায়া ভক্তিনগর থানার পুলিশ ঘটনাজাগাত পৌঁছায়।খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডক।বম্ব স্কোয়াড পৌঁছায় বোমাগিলা উদ্ধার করিয়া তরিবাড়ি নদীর বগলত নিয়া যায়।সেঠেনায় নিষ্ক্রিয় করা হয় বোমা তিনটাক।

কেনং করিয়া এইলা বোমা এলাকাত আসিল তার তদন্ত শুরু করিছে পুলিশ।অইন্য পাখায় লোকসভা ভোটের আগত শহরত বোমা উদ্ধারের ঘটনা নিয়া ভয়তে আছে সাধারণ মানষিলা।গোটা ঘটনার ওপর নজর রাখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

Spread the love