শিলিগুড়িত ছিনতাইকারী চক্রের একজন সদস্যক গ্রেফতার করিল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

শিলিগুড়ি, ৩০ মার্চঃ শিলিগুড়িত ছিনতাইকারী চক্রের একজন সদস্যক গ্রেফতার করিল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধরা পড়া মানষিটার নাম বাসুকিনাথ সাহা(২২), ডাবগ্রাম এলাকার মানষি।

পুলিশের থাকি জানা গেইছে, প্রায় দেড় মাস আগত একটা বিয়ার অনুষ্ঠানত ভিডিওগ্রাফির কাম কারিয়া বাড়ি যাবার ধইরছিলো একটা মানষি, সেলায় বাসুকিনাথ আরও একজন মানষি বাইকের পাছত যাবার ধরে।পরে শিলিগুড়ির পাকরিতলা মোড়ের সামনাত আসিয়া উমাক ধাক্কা মারিয়া ভিডিও ক্যামেরা ছিনতাই করিবার চেষ্টা করে, কিন্তুক সফল হবার পারে নাই, ঘটনাটার পর পানিট্যাঙ্কি ফাঁড়িত লিখিত অভিযোগ করিছে ওইটা মানষি।

ওইটা অভিযোগ পায়া তদন্তত নামিয়া দুষ্কৃতিলার খোঁজ পায় পুলিশ, কিন্তুক ধরিবার আগতে শহর ছাড়িয়া পালে যায় ওমা, দেড় মাস পাছত একজন অভিযুক্তক গ্রেফতার করিল পুলিশ।ধরা পরা মানষিটাক আজি শিলিগুড়ি আদালত তুলা হইছে।গোটায় ঘটনার তদন্তত আছে পুলিশ।

Spread the love