শীতলকুচিত তৃণমূলের কংগ্রেসের পতাকা ছিড়ায় দিবার অভিযোগ উঠিল বিজেপির বিরুদ্ধত

নিজ খবরিয়া ,শীতলকুচি : রাতির অআন্ধারত তৃণমূল কংগ্রেসের পতাকা ছিড়ায় দিবার অভিযোগ উঠিল বিজেপির বিরুদ্ধত। ঘটনাটা হইচে শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চাইতের গলাকাটা এলাকাত। তৃণমূল কংগ্রেসের এসসিএসটি সেলের শীতলকুচি ব্লক সভাপতি সুব্রতকুমার রায়ের অভিযোগ, বিতাকালি দলীয় সদইস্যলা গ্রামের নানান নাখান জাগাত দলীয় পতাকা নাগায়।

আজি সাকালে নিন্দ থাকি উঠিয়া বিষয়টা নজরত আইসে। মোর বাড়ির সামনাত দলীয় পতাকা ছিঁড়িয়া ফেলায় দেওয়া হইছে। বিশেষ করি রাতিত বিজেপির কিছু দুষ্কৃতী শীতলকুচির নানান নাখান এলাকাত বাইক নিয়া ঘুরাঘুরি করিবার ধইছিল। ওমায় রাতির আন্ধারত এইটাকাম করিছে বুলি মনে হচে। বিষয়টা হামা প্রশাসনক জানামো। কিন্তুক বিষয়টা নিয়া অভিযোগ অস্বীকার করেছে বিজেপির শীতলকুচি বিধানসভার কো – কনভেনর কনকচন্দ্র বর্মন । ওমা জানাইল, হামার দলের কাহ এনং ধরনের কাম করে নাই । এনং ধরনের কাম তৃণমূল কংগ্রেসের সদইস্যলায় করে।

Spread the love