দ্বিতীয় দফা ভোটের আগত বড় চমক রাইজ্য সরকারের। মাইনা দেওয়া হবে চাকরিহারালাক ।কলকাতা হাইকোর্টের নির্দেশত ২০১৬ সালের যেইলা ২৫ হাজার ৭৫৩ জন চাকরি হারাইছেন, ওমাক সগাকে এপ্রিল মাসের মাইনা দিবে রাজ্য সরকার। বিসতিবার শিক্ষা দপ্তর সূত্র থাকি এইটা কাথায় জানাইছে ।
এদিনা দুপুরাত রাইজ্য শিক্ষা দপ্তর সূত্র থাকি জানাইছে , ‘চাকরি বাতিলের মামলাটা সুপ্রিম কোর্টত বিচারাধীন আর চাকরিহারা ২৫,৭৫৩ জন প্রায় এপ্রিল মাস জুড়িয়া কাম করিছেন, তার বাদে ওমাক বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুসারত কাহ কাম করিলে ওমাক উপযুক্ত পারিশ্রমিক দিবার হয়। সেইটা আইন অনুসরণ করিয়া চাকরিহারালাক এপ্রিলের বেতন দিবার সিদ্ধান্ত নিছে রাইজ্য সরকার।’
এঠে মেলা জন প্রশ্ন তুলিছেন, আদৌ কি রাইজ্য সরকার বেতন দিবার পারেন? এইটার প্রসঙ্গত যেইটা যুক্তি রাইজ্যের তরফত দেওয়া হইছে ওইটা হইল, চাকরি বাতিল করিছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এলা পর্যন্ত কোন বার্তা যায় নাই এসএসসি আর ডিআই-লার কাছত।কনো পদক্ষেপ করিবার আগত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইছে রাইজ্য সরকার। বর্তমানত মামলাটা বিচারাধীন তার বাদে কোনো নির্দেশ আর পর্যবেক্ষণ আসিবার আগত সরকার বেতন দিবে বলি সূত্র থাকি খবর।