সফল হইলেক প্রজনন প্রক্রিয়া দার্জিলিং চিড়িয়াখানায়ত , দুই জোড়া গরাল ছাড়া হইল সিঙ্গালিলার জঙ্গলত

নিউজ ডেস্ক : সিঙ্গালিলা জাতীয় উদ্যানত পথম দুই জোড়া হিমালয়ান গরাল ছাড়া হইল। দার্জিলিং চিড়িয়াখানার তোপকেদাড়া প্রজননকেন্দ্রেত জন্ম হইসিল গরালগিলা । রাইজ্যের উচচাপদের বনকর্তালার উপস্থিতিত ওই চারটা গরাল সিঙ্গালিলার জঙ্গলে ছাড়িদিল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক দায়ত্ব থাকা কর্মীলা। বিতা ২০২২ সালত মহানন্দা অভয়ারণ্যে আটটা গরাল ছাড়া হয়সিল। বর্তমানত দার্জিলিং চিড়িয়াখানায় ৩৩টা গরাল আছে বলি জানা গেইসে ।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর লাল তালিকাথাকা গরালের প্রজনন বাদে সফল দার্জিলিং চিড়িয়াখানা প্রজননকেন্দ্রটা ।

এই গরালগিলি বন্দিদশাত ১৪ থাকি ১৭ বছর পইর্যন্ত বাঁচিবার পারে। বর্তমানত দার্জিলিং এর এই পার্কেত ১৭ বছর বয়সি একটা হিমালয়ান গরাল সিম্বা বাচি আছে । দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর ডঃ বাসব রাজ হোলেইচির জানাইসে, ‘এই পথম সিঙ্গালিলার জঙ্গলে গরাল ছাড়া হইল। আশা রাখেচি , আইসা দিনলাতি আরও বেশি সংখ্যাত গরাল সিঙ্গালিলা জাতীয় উদ্যানত হামা ছাড়িবা পামো ।বন্দি প্রজননের জইন্য দার্জিলিং চিড়িয়াখানাত সোগসময় সেরার তালিকাত থাকে ।

রেড পান্ডা থাকি শুরু করি গরাল, তুষার চিতা আরও মেলা লুপ্তপ্রায় প্রাণীর প্রজনন হইচ্ছে এঠেই। পালা করি প্রাণীগুলিকে সিঙ্গালিলার জঙ্গলে ছাড়া হচে।

Spread the love