সরকারি গাছ চুরি করিয়া বিক্রি করিবার বাদে লিখিত অভিযোগ দায়ের পুন্ডিবাড়ি থানাত

নিজ খবরিয়া ,কোচবিহার : সরকারি গাছ চুরি করিয়া বিক্রি করাতে লিখিত অভিযোগ দায়ের হইলেক পুন্ডিবাড়ি থানায়। জানা গেইছে ঘটনাটা ঘটিছে, পুন্ডিবাড়ি থানার ভিতিরা বড়রাংরস গ্রাম পঞ্চায়েত এলাকাত। অভিযোগ, বিতা কয়েকদিন আগেত বড়রাংরস গ্রাম পঞ্চায়েতের ভিতিরা হাতিধুরা এলাকাত ফরেস্ট থাকি সরকারি সেগুন গাছ কাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ ঊঠে স্থানীয় বেশ কয়েকজন মানষির বিরুদ্ধত। সেই খবর পায়া স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী উপেন্দ্র নাথ অধিকারী সিপাইটারি এলাকা থাকি সেই চুরি যাওয়া গাছটা উদ্ধার করেন।এরপাছত এদিনা বড়রাংরস গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মাধবী অধিকারী তিনজন মানষির বিরুদ্ধত পুন্ডিবাড়ি থানাত লিখিত অভিযোগ দায়ের করেন। উমরা অভিযোগ করিয়া কহেন, ” বিতা ১৫ ই এপ্রিল সূত্র মারফত জানিবার পারো হাতিধুরা এলাকাত ৩০-৩৫ হাজার টাকা মূল্যের একটা সেগুন গাছ কাটি বিক্রি করিয়া দেয় স্থানীয় বেশ কয়েকজন মানষি। এরপাছত সেই গাছের গুঁড়িগিলা উদ্ধার করা হয় সিপাইটারী স্কুল বগলাবগলি এলাকা থাকি । তার জন্য আজিকা বাধ্য হয়া হামরা পুন্ডিবাড়ি থানাত লিখিত অভিযোগ দায়ের করিনো।” উল্লেখ্য, বর্তমানে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমাবার বাদে সরকারি উদ্যোগত গাছ রোপনের নানান নাখান কর্মসূচি গ্রহণ করা হছে। সেই জায়গাত দাঁড়ায়া এক শ্রেণীর মানষিলা প্রশাসনের চোখের আড়ালত পতিনিয়ত এইভাবে বৃক্ষ নিধন করি চলেছেন।যদিও এই বিষয়ত পুন্ডিবাড়ি থানা সূত্রত জানা গেইছে, লিখিত অভিযোগ দায়ের হয়ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়ছে।

Spread the love