নিজ খবরিয়া বালুরঘাট : সুকান্ত মজুমদারের ভোট প্রচারত দক্ষিণ দিনাজপুর জেলার ব্লকত পটরা এলাকাত জনসভা করিবার আসিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী অমিত শা। এইটা জনসভা উচ্ছ্বাসিত জনতা। এইটা জনসভাত হাজির প্রার্থী সুকান্ত মজুমদার জেলা বিজেপির কর্ণধারলা।অমিত সাহা আইসেন হেলিকপ্টারত জনসভা থাকিয়া কিছুটা দুরত হেলিকপ্টার নামে আর সেঠে থাকি হাঁটিয়া মঞ্চত উঠেন, মঞ্চত উঠিয়া ওমা জেলা নেতৃত্বলার সাথত আলাপ আলোচনা করেন।
জেলার ভোট সংক্রান্ত ব্যাপারত খোঁজখবর নেন,পরে বক্তৃতা দিয়া শুরু করেন, মঞ্চে উঠিয়া পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ক আক্রমণ করেন। আর সুকান্ত মজুমদারক বিপুল ভোটত জিতায় সংসদত পাঠেবার কাথা কন দিনাজপুরের মানষিলাক ।
ওমা আশ্বাস দেন এইবার ভোটত সুকান্ত মজুমদার রেলত আরো উন্নতি হবে কি ব্যাপার দক্ষিণ দিনাজপুর জেলাত। পিএএম বিরুদ্ধত মুখ্যমন্ত্রী যেইলা মানষিক ভয় দেখাইছেন ওইটা সম্পুর্ন ভুল বুঝায়ছে।এইলা কিছু হবে না। caa এর মূল ব্যাখ্যা ভারতবাসী পশ্চিম বংগ বাসিক নাগরিকতা প্রদান করাখাম মূল লক্ষ্য কেন্দীয় সরকারের।