হলদিবাড়ি হুজুরের মসজিদত প্রার্থনা করিয়া প্রচার শুরু জয়ন্তর

২রা এপ্রিল,হলদিবাড়ি, প্রসেনজিৎ মৈত্র: মঙ্গলবার হলদিবাড়ি হুজুরের মসজিদত প্রার্থনা করিয়া হলদিবাড়িত ভোট প্রচার শুরু করিলেন বিতা বারের জলপাইগুড়ি লোকসভার সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়।

উমার সাথত আছিলেন প্রাক্তন বি জে পি র জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী আর হলদিবাড়ি বাজার কমিটির সম্পাদক আর শহর বি জে পির সভাপতি প্রদীপ সরকার। এইটা বছরত উমরা জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বুলিয়া জানাইল ডাক্তার জয়ন্ত রায়।

Spread the love