২রা এপ্রিল,হলদিবাড়ি, প্রসেনজিৎ মৈত্র: মঙ্গলবার হলদিবাড়ি হুজুরের মসজিদত প্রার্থনা করিয়া হলদিবাড়িত ভোট প্রচার শুরু করিলেন বিতা বারের জলপাইগুড়ি লোকসভার সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়।
উমার সাথত আছিলেন প্রাক্তন বি জে পি র জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী আর হলদিবাড়ি বাজার কমিটির সম্পাদক আর শহর বি জে পির সভাপতি প্রদীপ সরকার। এইটা বছরত উমরা জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বুলিয়া জানাইল ডাক্তার জয়ন্ত রায়।