হিংসাক কোনোভাবে বরদাস্ত করা হবে না -রাইজ্যপাল সিভি আনন্দ বোস

নিজ খবরিয়া, বাগডোগরা ,২রা এপ্রিল: রাইজ্যত হিংসা ছাড়া ভোট সম্ভব।হিংসাক কোনোভাবে বরদাস্ত করা হবে না।এইটা প্রতিশ্রুতি নাহয়,এইটা অঙ্গিকার।বাগডোগরা বিমানবন্দরত মন্তব্য রাইজ্যপাল সিভি আনন্দ বোসের।অইন্য পাখায় জলপাইগুড়িত দুনের ঘটনা নিয়া ওমা কন পরিস্থিতি নিয়ন্ত্রণত আছে।

প্রশাসনের গটায় দফতর কাম করিছে। যেইলা যেইলা দরকার আছিল ওইলা করা হইছে। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী উদ্ধারের কাম হইছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনাজাগাত আছেন। মুই নিজেই ওঠে ছিনু। একসাথত কাম করিয়া মানষিলার সেবা দেওয়া হইছে। এইটা পরিস্থিতিত মানষিলা চিন্তা করিবে প্রশাসনের উদ্যোগত উমরা খুশি কিনা। দুর্গতলার সহাইজ্য নিয়া আগেতে চিন্তা করিছি। ভোট থাকাকালীন অইন্য সহযোগিতা করা হচে। সাথত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বহিস্কারের ঘটনাত ওমা কন বিশ্ববিদ্যালত স্বাভাবিক গতিত চলেছে।

রাইজ্যের কোনোয় হস্তক্ষেপ করার দরকার নাই। রাইজ্য সরকারের কোনো কাম না থাকার তানে বিশ্ববিদ্যালয়ের কামত লিপ্ত হচে। এইটা হামার বক্তব্য নাহয়, এইটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে।

Spread the love