নিজ খবরিয়া , উত্তর দিনাজপুর : বালুরঘাটত সভা শেষ করিবার পর উত্তর দিনাজপুরের হেমতাবাদত রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনত জনসভা করিলেন মুখ্যমন্ত্রী। ২৬ এপ্রিল দ্বিতীয় দফাত এইটা কেন্দ্রত ভোটগ্রহণ। রায়গঞ্জের সভা থাকি নাম না কয়া নির্বাচন কমিশনক আক্রমণ করিল মমতা। ওমা কন ‘‘হামা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই সগায় বুঝার পারেছেন। হামাক আর কবার হবে না। বিজেপি যেইটা কইছে ওইটায় হচে।’’
ভূপতিনগরের ঘটনা নিয়া রায়গঞ্জের সভা থাকি বিজেপিক আক্রমণ করিল মমতা। কইল , ‘‘চকলেট বোম ফাটিলেয় গ্রেফতার করেছে। হামাক হারেবার তানে ভোট ম্যানেজারলাক গ্রেফতার করা হচে। বিজেপি যদি জয় নিয়া এতয় নিশ্চিত, তাইলে কেনে গ্রেফতার করিবার হচে ? এনআই-অক পাঠেবার হচে কেনে ?’’
উত্তর আর দক্ষিণ দিনাজপুরের দুইটা লোকসভা আসনত (বালুরঘাট আর রায়গঞ্জ) ২০১৯ সালের নির্বাচনত হারিয়া গেইছে তৃণমূল। তার বাদে এই দুইটা আসনত এলা আলদা করিয়া নজর দেছেন শাসকদল। মমতা এই দুই কেন্দ্রতে প্রচারত জোর দিছেন।