নিজ খবরিয়া ,উত্তর দিনাজপুর : ২৬ এপ্রিল দ্বিতীয় দফাত রায়গঞ্জত লোকসভা নির্বাচন হবার যাছে। আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনত কালিয়াগঞ্জত নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হইল।শুকুরবার রাতিত ১৩ নং ওয়ার্ডের মহেন্দ্রগঞ্জের নাট মন্দির এলাকাত ফিতা কাটিয়া নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।উপস্থিত আছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌরপ্রধান ঈশ্বর রজক,প্রাক্তন বিধায়ক তপণ দেব সিংহ,শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা সাথত অইন্যলা।
এইটা নির্বাচনী কার্যালয় থাকি লোকসভা নির্বাচনের সব ধরণের কাম হবে।