৪০০ পারের বদলা ৪০৪ ভোল্টের ঝটকা

hamar darpan

নিউজ ডেস্ক : রায়গঞ্জের সভা থাকি নিদান অভিষেকের আইসা ২৬ এপ্রিল দ্বিতীয় দফত ভোট আছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জত ।

শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনত রায়গঞ্জের জনসভায় হাজির হইল অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিনার নির্বাচনি সভা থাকি তৃণমূলের ‘সেনাপতি’ মোদি সরকারক নিশানা করিয়া কন , ‘৪০৪ ভোল্টের ঝটকা’!এঠে না থামিয়া অভিষেকের আরো সংযোজন, ‘ভূমিকম্প দিল্লিত আসিবার লাগিবে । যাঁয় ভাগাভাগির কাথা কয় উস্কানি দেয় হিন্দু-মুসলমানের লড়াইত দাঙ্গা বানধিবার ওমাক সরাবা হবে।

মোদি কয় ৪০০ পার। মুই কয় ওমার ৪০৪ ভোল্টের ঝটকা দিবার লাগে । যাঁয় তোমারলার ভোট নিয়া তোমারে উপরাত জুলুম করে, ওমাক জবাব দিবার দরকার।’

Spread the love