৭ সপ্তাহ ধরি হাজিরা নাই, মোদির সভার আগত বিক্ষোভ দেখাইল চা কামলালা

নিউজ ডেস্ক,বানারহাট: ধূপগুড়িত আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। ঠিক সেলায় হাজিরার দাবিত ভারত-ভুটান রাস্তা অবরোধ করে মায়া মানষি চা বাগানের কামলালা । দেওবার সাকাল ৮টা থাকি কেন্দ্রীয় সরকার অধিগৃহীত অ্যান্ড্রু ইউল গ্রুপের নিউ ডুয়ার্স চা বাগানের কামলালা রাস্তা অবরোধত শামিল হয়। কামলালা জানাইল, বিতা ৭ সপ্তাহ ধরিয়া ওমা ওমার কামের হাজিরা না পায়। আরো পিএফের টাকা বিতা ১১ মাস থাকি জমা পড়ি আছে। সমইস্যার সমাধান না হইলে ওমা কাহকো ভোট দিবেন না বলি হুঁশিয়ারি দেন।

   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা আছে ধূপগুড়িত। তাঁর আগত  ওইলা কামলালার  বিক্ষোভ বিজেপিক  বেকায়দাত ফেলাল  এনং মনে করেছে রাজনৈতিক মহল। দিব্যা মাঝি নামে একজন কামলা  জানাইল খালি ৭ সপ্তাহের হাজিরায়  না হয়। বর্ধিত মজুরির এরিয়ারের টাকাও বাকি আছে। ম্যানেজারেরটে বকেয়া হাজিরা চাবার  গেলে খালি কয় ওপর থাকি আইসে নাই। হামা  তাইলে যাম কোঠে? হামারলার সমইস্যার সমাধান না করিলে  কাহকো ভোট দিমো না। করিশমা ওরাওঁ নামে মায়া মানষি কামলা  জানাই , এনং করি এইঠে বাচি  থাকায় দুষ্কর।  যায় হামালার  সমইস্যার সমাধান করিবে, হামা ওমাকে ভোট দেমো।

          এই বিষয়টা হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। চা কামলালার তানে কেন্দ্র সরকার কি করেছে ধূপগুড়ির জনসভা থাকি প্রধানমন্ত্রী এইটা ব্যাপারত মুখ খুলুক। এনং  চাহেছে রাইজ্যের শাসক দলের নেতালা।  যুব তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি সন্দীপ ছেত্রী জানাইল, ওমাক নিজকে বারবার চা ওয়ালা কয়। ওমা  জানার কথা কেন্দ্রীয় সরকারি সংস্থা এন্ড্রুইউ ইউলের আওতাধীন চা বাগানগিলাত কামলালা  বিতা ৭ সপ্তাহ ধরি হাজিরা পায় না। আশা করেছি প্রধানমন্ত্রী এইটা ব্যাপারত মুখ খুলিবেন। মোদি চা কামলালার  সাথত  চা শিল্পের তানে কি করেছেন সেইটা ব্যাপারত ওমাক  মুখ খুলিবার  হবে।
Spread the love