ভাস্কর রায় , উত্তরদিনাজপুর : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনত আইসা ৬ এপ্রিল জনসভা করিবার তানে আসিবে রাইজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগতে জেলাত মেলা মাঠ দেখিয়া রাখা আছে । সোমবার জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল পত্থমে হেমতাবাদ পুলিশ মাঠ পরে কালিয়াগঞ্জের কলেজ মাঠ দেখে ।
কালিয়াগঞ্জ কলেজ মাঠ দেখিবার বাদে উপস্থিত আছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,তৃণমূল রাইজ্য সম্পাদক অসীম ঘোষ, আই সি দেবব্রত চক্রবর্তী, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রাম নিবাস সাহা, ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য সাথত তৃণমূল নেতৃত্ব।