মানষি বোঝাই একটা গাড়ি উল্টিয়া গেইল,নিয়ন্ত্রন হারেয়া

ভাস্কর রায় , উত্তর দিনাজপুর : নিয়ন্ত্রন হারেয়া মানষি বোঝাই একটা গাড়ি উল্টিয়া গেইল, তার বাদে গাপাগুপা ছড়ি পড়িলেক এলাকাত।ঘটনাটা ঘটিছে সোমবার কালিয়াগঞ্জ ব্লকের তঙ্গপুর এলাকার কালিয়াগঞ্জ -দূর্গাপুর রাইজ্য সড়কত।

এদিনা কুনোরের পাক হাতে কালিয়াগঞ্জ আসিবার সমায় রাস্তাত নিয়ন্ত্রন হাড়েয়া রাস্তার বগলেরগাড্ডাত উল্টি যায়। গ্রামের মানষিলা গাড়ি থাকিয়া মানষিলাক উদ্ধার করিয়া কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালত নিয়া যায়।প্রাথমিক চিকিৎসার পাছত মানষিলাক ছাড়ি দেওয়া হয়। ঘটনার খবর পায়া ছুটিয়া আইসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘটনা জাগা থাকি পুলিশ গাড়ি খান নিজের হেপাজতত নেয়।এই ঘটনাটার তদন্তত নামিছে পুলিশ।

Spread the love