ভাস্কর রায় ,উত্তর দিনাজপুর : দেওবার দুপুরাত উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ভিতিরা খেতি বাড়ি বালিয়াদিঘী এলাকাত গ্রামের মানষিলার চিকিরাচিকিরি শুনি বায়রত বিরিয়া আইসে আর গুরুতর আহত অবস্থাত উদ্ধার করিল কাজল পোদ্দারক কিন্তক ঘরতে মৃত্যু হয় দীনবন্ধু পোদ্মারের।
সূত্রের খবর দুই ভাই দীনবন্ধু পোদ্মার আর জগবন্ধু পোদ্দারের মইধ্যত ভেল্লাদিন ধরিয়া সম্পত্তি নিয়া ঝগড়া গন্ডগোল চলেছিলো। দেওবার দুপুরাত হঠাৎ ছোট ভাই জগবন্ধু উমার বাবার গায়ত ছ্যাপ দেওয়াতে বড় ভাই দীনবন্ধু প্রতিবাদ করিলে ঝামলার শুরু হয়।।
সেলায় জগবন্ধু উমার বড় দাদা দীনবন্ধুক শাবল দিয়া আঘাত করিলে ঘটনাজাগাতে মরণ হয উমার। দীনবন্ধুর বনুস কাজল পোদ্দার উমার মারামারি আটকেবা গেলে উমাকও শাবল দিয়া আঘাত করে, ঘটনাজাগাত দীনবন্ধুর মৃত্যু হইলেও উমার বনুস কাজল পোদ্দারক শিলিগুড়ি মেডিকেল কলেজের উদ্দেশ্যত রওনা দেয় উমার বাড়ির মানষিলা কিন্তুক যাবার সময় রাস্তাত মরণ হয় কাজল দেবীর।
ঘটনাজাগাত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। জগবন্ধু পোদ্দারক পুলিশ গ্রেফতার করিসে।মরা দেহ দুইটা উদ্ধার করিয়া ময়নাতদন্তের তানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালত নিয়া
যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করিছে পুলিশ।।