কৌশিক বর্মণ,পুন্ডিবাড়ি: লোকসভা নির্বাচনের মাঝতে সাংগঠনিক শক্তি বারেবার তানে কোচবিহারত আসিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইসা ১৯ শে এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রত নির্বাচন অনুষ্ঠানের জোগার করা হইচে। ওইটা লোকসভা নির্বাচনের আগত সাংগঠনিক শক্তি বাড়েবার বাদে আর দলীয় সদস্যলার মনোবলটাক শক্ত করিবার বাদে মঙ্গলবারের দিন দুপুর বেলা কোচবিহারত আইসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এইদিনা ওমা কোচবিহার রাসমেলার মাঠত হেলিকপ্টার থাকিয়া নামিয়ায় আগত কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরত পুজা দিয়া ওঠে থাকিয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ত যায়া দলের জেলা আর ব্লক সদস্যলার সাথত বৈঠক করিসেন। ওঠে উপস্থিত আছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সাথত অইন্য জেলা সদস্যলা ।
বিতা ২০১৯ সালত এইটা লোকসভা কেন্দ্রখান দখল করি নেয় বিজেপি। এইটা বছরত ওইখান আসন নিজের পাখায় করিবার তানে জোর কদমত উদ্যোগ শুরু করি দিছে তৃণমূল কংগ্রেসের সদস্যলা। আইসা ৪ এপ্রিল কোচবিহারত সভা করিবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনায় কোচবিহারত প্রচারের তানে যাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আইসা লোকসভা নির্বাচনটাক কেন্দ্র করিয়া কোচবিহারটাক পাখির চোখ করিছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।