কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি প্যানোরমিক ভিউ বসিয়া দেখা যাছে অহলদারাত

নিজ খবরিয়া, দার্জিলিং:দার্জিলিংয়ত এইটা গ্রামের নাম মোহময়ী, হোমস্টের সবলা ঘর কাঞ্চনজঙ্ঘার কোলাত, ঘুরিয়া আসেন ছোট্ট ছুটিলাত অহলদারা ভিউ পয়েন্টের টানত জনপ্রিয় হয়া উঠিছে এইটা পাহাড়ি গ্রাম। অহলদারা ভিউ পয়েন্টত বসিলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার উপরাত কেনং নাল নাল আভা ফেলেয়া সূরজ ডুবি যায়।

ঘরত বসিয়া আর ভাল লাগেছে না।বেরেবার মন করেছে, পাহাড়ত যাবার মন চাছে, কিন্তুক যাবেন কার সথে, আর যাবেনে বা কঠে ?এইলা সাতপাঁচ না ভাবিয়া বেরেবার আইসেন পাহাড়ি গ্রাম অহলদারাত। অহলদারা ভিউ পয়েন্টত যায়া কাঞ্চনজঙ্ঘা দেখিয়া মন ভরি যাবে তোমারলার। অহলদারা ভিউ পয়েন্ট থাকিয়া কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি প্যানোরমিক ভিউ দেখা যায়। শান্ত, নিরিবিলি আর শীতল একটা জাগা অহলদারা। অহলদারাত হিমেল হাওয়াত তোমা ভুলি যাবেন সৌগ ক্লান্তি।
অহলদারা ভিউ পয়েন্টের টানত জনপ্রিয় হয়া উঠিছে এইটা পাহাড়ি গ্রাম। অহলদারা ভিউ পয়েন্টত বসিয়া দেখা যাছে কাঞ্চনজঙ্ঘার উপরত কেনং করিয়া নাল নাল আভা ফেলেয়া সূরজ ডুবি যায়। আর আইসা পরেরদিনা ভোর-ভোর যদি অহলদারা ভিউ পয়েন্টত পৌঁছায় যান, তাইলে দেখিবার পাবেন সূরজ উঠার দৃশ্য।

Spread the love