বায়ুসেনার ইউনিফর্ম পড়িয়া বানাইছিল রিলস! শিলিগুড়িত গ্রেফতার মানষি

শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ বায়ুসেনা অফিসারের জামা পড়িয়া রিলস বানায়ছিল একটা মানষি। শিলিগুড়ির একটা শপিং মলত বায়ুসেনার পোশাক ঘুরেছিল।খবর পায়া ওইটা মানুষিক গ্রেফতার করিল মাটিগাড়া থানার পুলিশ। ধরা পরা মানষিটার নাম সুব্রত রায়(৪৭)।রায়গঞ্জের মানষি।

জানা গেইছে, সোমবার সন্ধ্যাত সুব্রত রায় ভারতীয় বায়ুসেনার ইউনিফর্ম পড়িয়া শিলিগুড়ির একটা শপিং মলত ঘুরিবার ধইছিল।সেইলায় ভারতীয় বায়ুসেনার আধিকারিলার নজর পড়ে মানুষিটার ওপরাত ঘটনার খবর দেওয়া হয় মাটিগাড়া থানাত।পুলিশ পৌঁছায় মানষিটাক জিজ্ঞাসাবাদ করে।জিজ্ঞাসাবাদত মানষিটা জানাইল, সোশ্যাল মিডিয়াত রিলস বানায় ওয়।তার বাদে বায়ুসেনার জামা পড়িয়া শপিং মলত ঘুরেছিল।কিন্তু সঠিক তথ্য না পাবার তানে মানষিটাক গ্রেফতার করে পুলিশ।

আজি ওইটা মানষিক শিলিগুড়ি আদালত পাঠাইছে। বায়ুসেনার ইউনিফর্ম ওইটা মানষি কোঠে পাইল ? ওইটার তদন্ত করেসে পুলিশ।

Spread the love