শৈলেন রায় ,লাটাগুড়ি: ৩ এপ্রিল: ভোটের আগত উদ্ধার হইল ৫ কেজি ওজনের হাতির দাঁত। ধরা পড়িল দুই জন । ৫ কেজি ওজনের দুইটা হাতির দাঁত সাথত দুইজন পাচারকারীক আটক করিল বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের কর্মীগিলা । বন দপ্তর থাকি জানা গেইছে, মঙ্গলবার সইন্ধ্যা নাগাদ লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত কেনাইয়া সাজি ময়নাগুড়ি ব্লকের ঝাঁঝাঙ্গি এলাকা থাকিয়া ভুটান আর বক্সার বাসিন্দা ২জন পাচারকারীক গ্রেপ্তার করে।
জলপাইগুড়ির এডিএফও জয়ন্ত মণ্ডল জানাইল, বনকর্মীলা কেনাইয়া সাজি ওইলা পাচারকারীর সাথত ৭ লক্ষ টাকার ডিল ফাইনাল করিছিল। বিতাকালি সইন্ধ্যাত দুইজন পাচারকারী হাতির দাঁত দুইটা বেচেবার উদ্দেশ্যত একটা স্কুটারত নিয়া বক্সা থাকি রওনা দেয়। ঝাঁঝাঙ্গি থাকি হাতির দাঁত সাথত দুজনকাকে গ্রেপ্তার করিল বন দপ্তর। ধরাপরা মানষিলাক বুধবার জলপাইগুড়ি আদালত তুলা হবে।