জলপাইগুড়ির ভেইল্লা জাগাত বাড়ির চাল হাতে শুরু করিয়া সব কিছু দুন আসিয়া ছাড়কার করি দিসে, দুনের ভয়খোয়া রূপ !
দিবেন্দু সিনহা, জলপাইগুড়ি, ১ এপ্রিল: দেওবার দুপুরা আচম্বিত দুন আসিয়া ছাড়কার করি দিল জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি আরও ক্রান্তি ব্লকের ভেইল্লা জাগা। গাছ উকুড়ি পরিবার সথে সথে উড়ি গেইছে ভেল্লা বসত বাড়ির চাল হাতে শুরু করিয়া স্কুল ঘরের চাল। গাছ ভাঙি পরিয়া মেলা বাড়ির ক্ষতির খবর পাওয়া গিইছে।গাছত চাপা পরিয়া মৃত্যু হইছে দুই জনের। কারেন্টের খুঁটি…