তিনদিন ধরি বন্ধ কোচবিহার বিমান পরিষেবা, বাড়েছে আশঙ্কা
নিউজ ডেস্ক, হামার র্দপন: কোচবিহার-কলিকাতার মধ্যত চালু থাকা বিমান পরিষেবা কিছুদিনের জইন্যে বন্ধ থাকিবার পারে, সেইটা আশঙ্কার কাথা বিতাকয়েকদিন আগত উত্তরবঙ্গ সংবাদ জানাইছিল। সেইটা আশঙ্কা ছচা প্রমাণ করিয়া বিতা তিনদিন ধরি বন্ধ আছে কোচবিহার-কলিকাতা বিমান পরিষেবা। বিমানবন্দর থাকি খবর, টেকনিকাল কারণত পরিষেবা তিনদিন বন্ধ থাকার কথা কর্তৃপক্ষ ওমাক জানাইছে। অইন্য সূত্র থাকি জানা গেইছে, এয়ারক্র্যাফটের…