নিউজ ডেস্ক: ২০১৯ সালত বিজেপি উত্তরবঙ্গে জিতিয়া মানষিলার খোঁজখবর নেয় নাই। কোচবিহারের ছাগলবেড়ার জনসভাত আসিয়া এনুগটায় কহিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথত ওমা কন ‘আইসা ১৯ এপ্রিল ১৯-এর বদলা নেন ।’
৩১ ডিসেম্বরের মধ্যয় আবাস যোজনার টাকা প্রাপকরা পায়া যাবেন বলি এদিনা জানাইছেন অভিষেক। সাথত এদিনা নাম না কয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকক আক্রমণ করিল অভিষেক কহিসেন , ‘পাঁচ বছরত যাঁক দেখা যায় নাই ওমা অমিত শা’র ডেপুটি হয়া বসি আছেন। নিশীথ প্রামাণিক জিতিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বন্ধ হবে মাছ খাওয়া , দাবি অভিষেকের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক আক্রমণ করি অভিষেক কন, ‘কইছে মাছ খাইলে দেশদ্রোহী। এইটা শুনি আগত এক বার মাছ খাইসু এলা দুইবার খাও।’ তৃণমূল নেতার বক্তব্য, ‘বিজেপি হামাক পাঁচ বছর ঠকাইছে।তোমা ওইটার বদলা নেন।’